এক জীবনে সুযোগ অনেক, নষ্ট হওয়ার সুযোগ কত,
ঠোটেঁর মাঝে ঠোটঁ লুকিয়ে নষ্ট হল এই দেহ।
নিঃশ্বাসে তোর শরীর দোলে, বিশ্বাসের আর কি হল?
দুপুর রাতের অন্ধকারে অবাকপ্রেম এবার নষ্ট হল।


নষ্ট করে, নষ্ট হলি, নষ্ট হয়ে কি বুঝালি?
শুদ্ধ থাকার প্রমাণ দিতে এবার যে তুই নষ্ট হলি।
বুঝবি এবার বুঝবি তুই, নষ্ট প্রেমের জ্বালা কত?
বোবা কান্নায় পড়বি ফেটে দেখলে ঐ নষ্ট ক্ষত।


নষ্ট মানব, নষ্ট ইচ্ছা, নষ্ট হল এই হৃদয়,
একপৃথিবী কষ্ট পুষব, নষ্ট যে এবার হতেই হয়!