ওরা    বলেছিলো
সে      আসবে,
         অনেকগুলো সময় পেরিয়ে যাওয়ার পরেও ভেবেছিলাম,
সে      আসবে।

ওরা    বলেছিলো
         ভালোবাসারা হাসতে শেখায়,
         সে রাতে আমি ভালোবাসাকে কাঁদতে দেখেছি।

ওরা    বলেছিলো
সে      আসবে,
         বসন্তের শেষ সূর্যাস্তেও আমি অপেক্ষায় ছিলাম,
সে      আসবে।

ওরা,    কবিরা সব মিথ্যে বলে।