পাথরের আলখেল্লা বরফের ট্রাউজারের সঙ্গে সিরামিক টুপি পরে
গিয়েছি পোড়ামাটির হাঁড়ি-বাসন আর সৌখিনতার মেলায়
সেখানে দর্শনার্থীরা ইস্পাতের জামাকাপড় পরিহিত
সুন্দরী মেয়েরা আবৃত তামা-সীসার ফ্রক-কামিজে।


উপকুলে- সমুদ্র বিভূঁইয়ে, তোমাকে কাঠের শাড়িতে দেখেছি
ওষ্ঠাধরে মাখা বধকৃত রয়েল-বাংলা-বাঘের রক্তলাল-ঠোঁটপলিশ
পায়ে স্যাজারু আর কাঁটাখুরা গাছের কণ্টকে
গা-ছমছম নিক্কন তোলা নূপুর
এবং ঘায়েলকৃত বনদস্যুর রক্তের আলতা।
চুল ছিল প্রত্যন্ত সুন্দরবনের জটিল লতাগুল্ম
সে কেশরাশি বেঁধেছিলে বিষধর কীটপোকা দ্বারা।


নিতান্তই বাওয়াল আমি, অনুরোধে আলগা করলে চুল
কৌতূহলবশত: সে চুলে আগুনের হাত বুলাতেই
গলে গলে অদৃশ্য হয়ে নরখাদক বৃক্ষ হয়ে দাঁড়ালে!


তখন মনে পড়লো,  পোড়ামাটির মেলায়
তোমার সঙ্গেও দেখা হয়েছিলো।