স্বপ্ন আমাকে তাড়িত করে
দুঃস্বপ্নের যাত্রা দীর্ঘায়িত হয়,
উন্মুক্ত আকাশের পানে
আনমনে কী যেন অবলোকন করি
ঠাওর করতে দ্বিধান্বিত হই।
মায়া কান্নায় অবিশ্বাসী হয়ে উঠি
নির্মোকের ন্যায়।
মানুষের পদচারণা
মাঝে মাঝে অক্টোপাসের মতোই
আষ্টেপৃষ্ঠে ধরে আমার সর্বাঙ্গ।
বাজির খেলায় হেরে যাই
ছলনার জালে বন্দী হই,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই চট জলদি।
অবশেষে সরলতার পেয়ালা নিয়ে এলে
নিকষ কালো আঁধারের এই বুকে।