সবুজ শ্যামল শস্য ভূমি,
সবই আমার প্রাণ।
বসে থাকে ঋতুর আসায় দেয় যে সুঘ্রাণ।
দেখো মন মাতানো সৌরভ,
গাছের ডালে পাখি করে গান।
বাঁধ ভেঙ্গে চলে গেলো কৃষকের প্রাণ।
ভাদ্রবউ জলদি আয়,
আয় যে সাথে।
চারদিকস্থ অন্ধকার ফসল নেই মাঠে।
পানিতে ভেসে যাচ্ছে সোনার ফসল,
কুড়িয়ে নে পেতে আচঁল।
ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণায়,
ভরে উঠলো ঘর।
হাসি খুশী সর্বদা,
শুকরিয়া জানাই