ভুবনজয়ী
সোলাইমান
------------------
দুই চাক্কার বাহনে,
চল যাবি তোর বাড়ীতে।
দেখবি রং বেরং কত?
যত বড় এই ভুবনে।
মিছে এই সংসারে,
তুমি আমি কার।
স্বার্থসাধন ফুরিয়ে গেলে,
খেল দুই দিনের খেলা।
থাকবে কি আর,
শূন্য থাকবে ঘর।
হিসাব- নিকাশ ঠিক কর,
কত করেছ পূর্ণ।
ভুবনজয়ী কর,
যার যার ধর্মের পূর্ণ।
ঠিক মত হলে,
শান্তি পাবে নতুন ঘরে।