মহান বিজয় বাংলার (তৃতীয় পর্ব)
≠≠≠≠≠≠≠≠≠সোলাইমান
প্রত্যেক মুক্তিযোদ্ধার আছে,আলাদা আলাদা অসীম সাহসিকতা,
বীরত্ব ও আত্নত্যাগের এক বড় ইতিহাস।
কালের এক স্রোতে, অনেকে নেই স্বাধীন বাংলায়।
অনেকে হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়ে,
নিয়েছে পৃথিবী থেকে চিরতরে বিদায়।
আর অল্প কিছু সংখ্যক এই বাংলার সেরা বীর সন্তানেরা,
আছে পরিচিত - অপরিচিত, আমার তোমার মাঝে এখনও তারা।
তাদের আমরা 'ক' জন চিনি,
দিয়েছি কি তাদের সনদ।
'ক' জন বা তাদের খোজ রাখি।
করিনি খোজ ও দেইনি সনদ,
কেন করি আজ বিজয় দিবসের উৎসব।
দেখ দেখ এসেছে ১৬ ডিসেম্বর,
করছে করে সবাই ক্ষমতার উৎসব।