মানুষের পৃথিবী ভরে গেছে অমানুষ দিয়ে
অমূল্য প্রকৃতি মুছে গেছে লোভের মোহে
আদর্শ-বিশ্বাস মিশে গেছে ভূমির সাথে
ইতিহাস মরে গেছে ধ্বংসস্তুপের মাঝে


চারিদিক হয়ে গেছে স্থিরচিত্রের মতো থমথমে
পাথরের দেয়ালেও জমে গেছে স্যাঁতসেঁতে শ্যাঁওলা
অনন্তের কুয়াশাও বিলীন হয়ে গেছে বিষাক্ত ধোঁয়ায়
অপেক্ষার প্রহরও ফুরিয়ে গেছে পাওয়ার আশায়


তবুও মানুষ বলেই তো অপেক্ষায় আছি এমন মানুষের
জানি একদিন ফিরবেই আমার নুনহীন পান্তার সংসারে