আমার চোখ ভিজে যায় জলে


আমারই সব আপনজন - যাচ্ছে আমায় ভুলে
আমার চোখ ভিজে যায় জলে


সব দেখে শুনেও চুপ করে থাকি কোন কথা না বলে
কথা বললেই আটকে দিবে আইনের গ্যাড়াকলে
আমার চোখ ভিজে যায় জলে


দিন আনতে ই পান্তা ফুরোয়, ভুগছি যে সকলে
গণতন্ত্র না কি ষড়যন্ত্র, লাগছে যে গোলমেলে
দেশ টাই যেন জীর্ণ শীর্ণ, অত্যাচারীর দখলে
আমার চোখ ভিজে যায় জলে


দাবী দাওয়ার সূত্রপাত হয় মতের মিল না হলে
রক্তগঙ্গা বইছে কত স্বাধীনতার বিফলে
জীবিকার সাথে যুদ্ধ করে কত প্রাণ যাচ্ছে চলে
তবু সব সমস্যার সমাধান হয় বন্দুকের ঐ নলে
আমার চোখ ভিজে যায় জলে