কবির কাছে সবচাইতে বড় তার কবিতা!
কবিতা তাকে কষ্ট দেয়,
কাঁদায়,
হাসায়,
কবিতা তাকে ভালবাসতে শেখায়;
কবিতা তাকে অনেক মানুষের ভিড়ে
একা চলার পথ দেখায়।


কবির মাথায় সব সময় কবিতা বাস করে,
তাইতো তিনি কবি,
কবিতা লিখতে লিখতে কবি,
কতগুলো কবিতা লিখলে
কবি হওয়া যায়, জানো?
অসংখ্য, নয়তো অনেক।
কবিতা লেখা মন্দ কিছু নয়,
কবি হওয়াটাও মন্দ কিছু নয়।


তুমি প্রেমিকা -
আমার,
সঙ্গে আরও অনেকের।
কয়জন প্রেমিকের সাথে প্রেম করলে
প্রেমিকা হওয়া যায়, জানো?
অসংখ্য, নয়তো অনেক।
ধিক্কার তোমাকে,
তুমি এটাও জানোনা যে,
সত্যিকারের প্রেম একজনের সাথেই করা যায়।


তোমার কাছে সবচাইতে বড় তোমার প্রেম,
অনেককে বিলিয়ে দিয়ে
তুমি সুখ পাও,
কবির অনেক কবিতার মতো
তোমারও অনেক প্রেমিক।


আমার কাছে সবচাইতে বড় আমার প্রেম!
একজনকে দেয়াই এর সার্থকতা।
তোমাকে সেই প্রেম দিয়েছি,
তাই আমি প্রেমিক;
সত্যিকারের প্রেম একটি করলেই
প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়,
এর জন্য অসংখ্য প্রেম করতে হয়না,
যেমন খুনি হওয়ার জন্য একটি খুন ই যথেষ্ট,
এর জন্য অসংখ্য খুন করতে হয়না!