যে অঙ্গে ছন্দ নেই, সে অঙ্গ বিকোয় না
যে ফুলে গন্ধ নেই, সে ফুল শুকোয় না
যে রাতে জ্যোছনা নেই, সে রাত আমার না হোক!


যে পথে বাঁধা নেই, সে পথ ফুরোয় না
যে ঢেউ হিংস্র নয়, সে ঢেউ কুড়োয় না
যে জলে বিষাদ নেই, সে জলে জুড়োয় না চোখ!!


যে প্রেমে কামনা নেই, সে প্রেম গভীর না
যে চলায় স্বপ্ন নেই, সে চলা 'কবি'র না
যে স্বপ্নে বাসনা নেই, আমি সেই স্বার্থপর স্বপ্নের লোক!!!