গা ঘেঁষে বসছো কেনো?
একটু দূরে সরো না!
তুমি কি ভুলে গেছ?
দেশে বেড়ে গেছে করোনা।


দরকার হলে বাড়তি ভাড়া
দিয়েই যাব অফিসে,
সবার সঙ্গে ধাক্কাধাক্কি করেই
চড়বো মোরা লেগুনা, বাসে।


করোনা ছড়ায় যে সময়ে
সরকার তা ভালই জানে,
সময় মেনেই খোলা থাকে সব
কিছু রাতে আর কিছু দিনে।


স্কুল-কলেজে করোনা বেশি
আরও বেশি বিশ্ববিদ্যালয়ে,
করোনা থেকে সুরক্ষিত থাকি
শিক্ষা-প্রতিষ্ঠানে না গিয়ে।


প্রতি সপ্তাহে শুক্রবারে
করোনা বিশ্রামে যায়,
বিসিএস, মেডিকেল ভর্তি পরীক্ষা
তাই শুক্রবারেই নিতে হয়।


করোনা নেই পর্যটন কেন্দ্রে
সাগরে কিংবা পাহাড়ে,
করোনা শুধুই বাসের পাশের সিটে
কিংবা রাইড শেয়ারের মোটরে।


হাজার মানুষের আনন্দ মিছিলে
করোনা কিন্তু ছড়ায় না,
অনলাইনে এক্সাম নিলেই
করোনা তাকে ছাড়বে না।


নাগরিক আমরা এমন দেশের
কী যে আর বলব হায়,
শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রেখে
বইমেলা করা যায়।


এত কথা বলছি কাকে?
ভুল হয়েছে ক্ষমা চাই,
শুধু মাস্ক পড়ি আর ঘরে থাকি
কিছু বলেও কোন লাভ নাই।