রাস্তা-ঘাটে, দোকান-পাটে প্রেমের পসরা বিছিয়ে ঘুরে
তখনো অযাচিতভাবে কেউ কেউ প্রেমে পড়ে


গ্যাংস্টারের জীবনেও প্রেম আসে
পিস্তলের গুলি দিগ্বিদিক ছোটাছুটি করে
ছুরির অগ্রভাগে ফুল শোভা পায়
মদের গ্লাসে পাওয়া যায় লাচ্ছির ঘ্রাণ


পুলিশের জীবনেও প্রেম আসে
ক্রসফায়ারের সময়ও প্রেয়সীর কল্পনায় মন ভিজে যায়
রিমান্ডের সময়ও কন্ঠ মৃদু হয়
ছোট ছোট অপরাধী ছাড়া পায়...
কারণ প্রেমই অনেক বড় অপরাধ


ডাক্তারের জীবনেও প্রেম আসে
অপারেশন থিয়েটারে ভুলভাল যন্ত্র হাতে চলে আসে
রুগী দেখার কালে অন্যমনস্কতায় সময় বেশি লাগে
প্রেসক্রিপশনে ঔষধের তালিকা দীর্ঘ হতে থাকে


শিক্ষকের জীবনেও প্রেম আসে
ক্লাসের যেকোন টপিকেই ঘুরেফিরে প্রেমের গল্প করে
পরীক্ষার খাতায় নাম্বারের পরিমাণ বাড়তে থাকে
কথা-বার্তায় চাল-চলনে কবি কবি ভাবের উদ্রেক হয়


আইনজীবীর জীবনেও প্রেম আসে
বিচারপতির সামনে উল্টা-পাল্টা যুক্তি প্রদর্শন করে
বাদী-বিবাদী পার্থক্য করতে ভুল হয়
হৃদয় কোমল হয়
অর্থই অনর্থের মূল জ্ঞান করে


পাইলটের জীবনেও প্রেম আসে
দায়িত্ববোধের জায়গাটাতে বিচ্যুতি ঘটে
আকাশে উড়ার চেয়ে মাটিতে স্থির থাকতে আগ্রহ বাড়ে
সাদা মেঘকে মনে হয় ফুলের বাগান


কবির জীবনেও প্রেম আসে
চোখের সামনে সবকিছুতেই ছন্দ ধরা পড়ে
কবিতার লাইন চিত্রকর্মে পরিবর্তিত হয়
উসকো-শুষ্ক চুলে চিরুনীর টান পড়ে


বাউলের জীবনেও প্রেম আসে
বেহালার তারে তাল-লয়ের ঘাটতি হতে থাকে
ঘুরাঘুরি কমতে থাকে
মস্তিষ্কে সংসার ধর্ম পালনের চিন্তা আসে


সবার জীবনেই প্রেম আসে
তবে কারও কারও প্রেম দেখানোর সুযোগ নেই
কারও কারও প্রেম বুঝানোর উপায় নেই
যেমন মসজিদের ইমামের প্রেম
যেমন রাস্তায় বেড়ে উঠা এতিমের প্রেম
যেমন প্রতি রাতে শরীর বিনিময় করা নারীর প্রেম...