আমি হাঁটছিলাম অন্ধকার
এক সুরঙ্গের মধ্য দিয়ে,
চারিদিকে ছিল অসীম আঁধার;
জরাগ্রস্ত শূন্যতা আমার
সাথে ছিল, তাই বেরুবার
কোন তাড়া ছিল না।


তারপর হাতে নিলাম
এক জ্বলন্ত মশাল,
তখন আমি হলাম
হিংস্র, পাশবিক।
শূন্যতাকে আমি নিজ হাতে
নগ্ন করলাম,
ভোগ করলাম তার প্রতিটি কোষ।


ততক্ষণে সুরঙ্গের শেষ
প্রান্তে চলে এলাম,
আমি ক্লান্ত, ঘর্মাক্ত; আর
শূন্যতা ততক্ষণে রক্তাক্ত।


সুরঙ্গের বাইরে আসা মাত্র
মশাল নিভে গেল,
শূন্যতা আমাকে ছেড়ে
চলে গেল; আমি এখন
ঘুম ভেঙে বিছানায়,
গত রাতের স্বপ্নমানবীর জন্য
বাস্তবে প্রতীক্ষায়!!