ফ্যান
লেখা : সোমা বিশ্বাস
অবশেষে আমার পুরা কপালে
দু' মুঠো পুরা ভাতই জোটলো ।
ঘরে ঘরে অভাব,  যিদিকে তাকাই
কটাক্ষ শুধু মিললো ।
বাবুরা তাকায় ঘৃণার নজরে,
ধনী-দরিদ্র ভেদাভেদ না ঘুচলো ।
কী যে করি মুরা ? অসহায় বড় ।
অন্ন কুথায় পাই ?
ছিয়াত্তরের এই হাহাকারের নাম কি জানিনা ,
ফ্যানের সন্ধানে কুথায় যাই ?
ও বাবু, তুমরা কিছু ফ্যান দেবে পেটে ?
পিঠে তো অনেক দিলে মার ।
বাবু দিখে নিয়ো, একদিন জিতবো মুরা,
হবে তুমাদের হার ।