কালবৈশাখী ১
সোমা বিশ্বাস


গ্রীষ্মকালের বিকেল বেলায় অন্ধকার করে
অঝোর নয়নে যখন আকাশ কান্না করে
সকল বাড়ি দেয় ভিজিয়ে দুরন্ত সুরে
বিপুল আবেগে ছুটে গিয়ে লুটিয়ে পড়ে ।
ভেঙে দেয় গাছ-পালা যত্ন করে
বলি - "কালবৈশাখী এলো, ঘরে আয়, ওরে !"
বৃষ্টি শেষ হয়ে গেলে শান্ত স্বরে,
আম গাছের নীচে দেখি কাঁচা আম পড়ে
নদী-নালা-খাল-বিল যায় জলে ভরে
কত শত পাখির ছানা যায় ঝড়ে মরে ।
মেঘ-বৃষ্টি-বজ্রপাত সব যায় সরে
কোনো এক সোনালী মুহূর্ত ঠিক আসে ফিরে ।


কিন্তু মনের কালবৈশাখীর নেই কোন কাল
কেউ ধরতে পারে না হৃদয়ের হাল ।
চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় সুস্থ মনের ঢাল
মিষ্টি জীবনে প্রবেশ করে তিক্ততা ও ঝাল ।