কে কহে পুরুষ তবে পাষণ্ড হৃদয় ?
সকল পুরুষ নহে নিষ্ঠুর নির্দয় ।
কভু তুমি হও পিতা, পুত্র অথবা পতি ।
কভু হও সৎ দয়াল ধার্মিক অতি ।
সমগ্র জগৎ আবর্তিত তব অঙ্গুলিতে ।
কভু তুমি ক্রন্দিত হও ব্যথিত-চিত্তে ।
সন্তান প্রতিপালন, কভু স্ত্রীর প্রেমের তরে
মহৎ উদ্দেশ্য সাধন করা হয়, নির্ভয়ে বিনা ডরে ।
কভু তুমি চণ্ডাল, শ্মশানবাসী যোগী ।
কভু তুমি সংসারী, গার্হস্থী, ভোগী ।
তুমি বিনা সৃষ্টি অচল, সৃষ্টি নিরাকার ।
প্রকৃতির সাথে পুরুষ মিলিয়া-মিশিয়া একাকার ।
তব বিবেক জাগৃত করিও, করিও বাহু প্রসারণ ।
'সৃষ্টি' ধ্বংস অনিবার্য হইলে তব মতিভ্রম ।
অতএব মস্তিষ্ক করিও তেজ, রাখিও মনে ধৈর্য্য ।
বিনাশ হইতে রক্ষা করিও, পুনঃ দাও ঐশ্বর্য্য ।
হে মহান সৎ পুরুষ ! আসিয়ো ফিরিয়া লোকে ।
ধরণীকে করিও বাসযোগ্য, ভীত জীবলোকে ।।