একা আমি
একাকীত্বকে বড় ভালবাসি;
           একাকীত্ব!
একাকীত্বই আমার সঞ্চয়
তাই একা থাকতেই বড় বেশি চেষ্টা করি।
নীরবে নিভৃতে চেষ্টা করেছি কত সুখ পেতে,
    সুখ সেতো হলো না
  পেরেছি শুধু নষ্ট হতে।
কত রাত কেটেছে সুখ খুঁজে খুঁজে
         সুখ পাইনি,
ভাল হয়েছে একাকীত্বকে ভালবেসে।
      তাই একা আমি
একাকীত্বকে বড় ভালবাসি।
          দুঃখ খুঁজি,
      দুঃখকেও পাই না;
দুঃখ পাওয়াও রড় কষ্টের,
দুঃখকে নিয়েই বাঁচতে চাই
যেন পীড়া দেয় সব নষ্টের।
       তাই একা আমি
একাকীত্বকে বড় ভালবাসি;
একাকীত্বই আমার সঞ্চয়।



  রচনাকালঃ ২৬ মে, ২০০০খ্রিঃ।