আমি খালি হাতে ফিরে এসেছি
তোমার কাছ থেকে,
ফিরিয়ে দিয়েছ আমাকে
তবু কোন অভিযোগ নেই
তোমার প্রতি।
দুঃখ শুধু একটাই,
পেয়েও সব হারিয়েছি আমি।
আসলে তোমার কোন দোষ নেই
আমারই ছিল সব ভুল,
আমি বুঝিনি-
পাথরে ফোটে না কখনও ফুল।
হয়তো তুমি স্বার্থপরের মত ভাবছ
জয়ী হয়েছ তুমি,
হে! জয়ী তোমরা সবাই।
এই পৃথিবীতে-
পরাজয়ের গ্লানিটা টানছি শুধু আমি।
আচ্ছা! একটা কথা বলতো-
আমি কী কোন অপরাধ করেছিলাম?
জানি উত্তরটা দিতে পারবে না; কারন-
আমি অপরাধি নই,
আমি তোমাকে ভালবেসেছিলাম।


আচ্ছা! বাদ দাও ওসব,
এখন বলো কেমন আছ?
কী বললে?
ভাল আছো!
থাকবেই তো,
কারন-
তুমি কোন ভুল করোনি
ভুল করেছিলাম আমি।
তাই এবার
জীবনকে গুড-বাই জানিয়েছি।
আর কত ভুল করবো বলো
এই একটা জীবনে,
তাই আরেকটা ভুলের প্রতিক্ষায় না থেকে
ভাবছি চলে যাব নির্জনে।


        রচনাকালঃ ২১ আগস্ট, ১৯৯৯খ্রিঃ।