এই যে একটা বৃত্ত আঁকলাম-
এর ভেতরেই আমি তোমাকে রাখব,
আর আমি হব-
পরিধিতে সীমান্তের প্রহরী।
কেন্দ্রটা হবে আমাদের ঘর;
পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত একটা রেখা টেনে নেব,
তার নাম ব্যাসার্ধ, আমার ঘরে ফেরার রাস্তা;
বৃত্তে একটা জ্যা-ও এঁকে রাখব;
সেই জ্যা এর উপর আসবে তুমি;
মাঝে মাঝে কাজ ফেলে সেখানেও যাব।
তবে জ্যা থেকে কেন্দ্র পর্যন্ত লম্ব-ও আঁকা থাকবে
যা হবে তোমার ঘরে ফেরার রাস্তা;
আর আমি হব সীমান্তের প্রহরী।
কারণ,
বৃত্তের ভেতর আছো যে তুমি।


             রচনাকালঃ ২২ ফেব্রুয়ারি, ২০০০।