চিলেকোঠার আঁতুড়ঘরে ঝুলে মেঘমেদুর হেমন্ত,
গোধূলী লগ্নে বৃষ্টি হঠাৎ কেমন লাগে বলুন তো!
ভেবেছিলাম পথের বাঁকে শুঁকে নেবো হিমেল হাওয়া,
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার সময় আসা যাওয়া।


সময় যখন শিষ্য ছিল কুড়ায়নি সে বিজ্ঞ পাওয়া,
সেই সময়ের কাছে এখন মাগছি কত বিলাস চাওয়া।
চিলেকোঠার হেমন্তে আজ অব্যয় শখের টানাপোড়ন,
মৃত সময়ের স্মৃতিতে শতরাশী গড়া তোরণ।