মুর্খজন অধিষ্ঠান যে মঞ্চের আসনে,
গুণীজন নিষণ্ণ তার নীচে অধীনে।
যে সভায় গোধূলি ক্ষীণ হয় লণ্ঠনে,
সে সভা প্রদীপ্ত হয় বল কার গুণে?


বাজে খালি কলস শব্দ করে ঠনঠন,
অসভ্যজন করে সেই সভ্যতার লুণ্ঠন।
যে পুষ্পে গন্ধ নেই শোভা করে কানন,
সে পুষ্প না করে কুলের হৃদয় হনন।


স্বরবৃত্তঃ ৬+৬
(দীর্ঘ একাবলি ট্রিওলেট)