আমি যখনই তোমার দৃষ্টিবাণে বিদ্ধ হই
তখনই আমার পলকরহিত চোখ দু'টি ছাড়া
সমস্ত অঙ্গ মৃত অসাড় মনে হয়,
মনে হয়, বৃশ্চিক এসে এখনি দংশিবে আমায়।
অঙ্গখানি অসাড়,
পাহাড়সম আলিঙ্গায়তন,
অবারিত প্রস্তরফলক,
ভীরুক হয়ে অবলোকন শুধু,
সীমা লঙ্ঘন দুঃসম।
চারপাশে প্রহসনের জাঙ্গাল
উপচে উঠা দুষ্কর,
তোমার দৃষ্টি নামাও
নতুবা আমারটাকে হত্যা করো।
যদি তা না-ই হয়
তবে প্রস্তুত থাকো
বৃশ্চিক যদি দংশে আমায়
আমি হজম করিব সে বিষ,
সহসা সাহসী হইয়া উঠিব,
ছিঁড়ে খুবলে ভক্ষণ করিব
তোমার দৃষ্টিবাণ।