উড়নচণ্ডী মন যে আমার
ব্যথায় কাতর আজ,
ভালোবাসার পরশ পেতে
ভুলে গিয়েছি লাজ।


আমি কী আর সাধে বলি
সাধ পূরণের কথা,
একলা তুমি একলা আমি
ফাগুন মনের ব্যথা।


যোজন যোজন পাড় করেছি
বয়স হলো যথা,
এখন কেনো ঠাহর হলো
আঁধার চাপা কথা।


পেট মঁজেছে মন মঁজেনি
ফাগুন কতো গেলো,
রিক্ত মনে কূজন বনে
না-ই বা কেহ এলো।


সাধ পূরণ হবে না জানি
সাধ জেগে রয় সদা,
রিক্ত মনে বিত্ত ভাণে
ধৈর্য ধরে কাঁদা।