মশারি তলে করিনু বাস গাঁঙ্গিনীরও সনে,
চারিপাশে করিছ বিচরণ তম হেনই না ছলে।
এমনি করি রাতিদিন কতই না হয়ে পার,
গাঁঙ্গিনীর বক্ষে ¯œান করি বার আবার।
নিত্য দেখি তম গজগমন মশারি তল থনে,
জ্ঞানত নাহি তুমি চাহ না চাহ মোর পানে।
চারিদিকে গাঁঙ্গিনীর উত্তাল জল রাখিনু বেষ্টিত
কিবা করি? তম দেখি পার কি বলিত?
আহ! মোর আর গাঁঙ্গিনীর মশারিখানা,
কি যে উতলা মোর হৃদ তম জ্ঞান না।
রাতিদিন দিনারাত নিয়ত হইনু পার,
আকস্মিক প্রাতে দেখিনু তম লুটিলো মশারি তলে অসাড়।
গাঁঙ্গিনী করিনু চিৎকার, "হায়! কত স্পর্ধা তহে? "
দেখিনু, তম চক্ষুমুখ অগ্নি সম, লুটিলা উৎপটাং,
দেখিনু, তম পিষ্ঠদেহ ঝলসানো অঙ্গান।
চমৎকিয়া গাঁঙ্গিনীরে দিয়েছিনু বাধ,
কহিনু, "দেখিনু কিবা কি, হিয়া মোর হলদে পাঙ্খ"।