প্রিয় হলদে পাখি!
ভালবাসার নিশ্ছিদ্র ও অদৃশ্য এক বলয় তৈরি করেছি
যা শুধু তোমাতেই দৃশ্যতঃ।
একটি বলয়, শুধু তোমার জন্য,
তোমার কিসের অতো তাড়া?


আমিতো সকল লৌহ সীমানা পাড়ি দিয়ে
চলছি নিঃসীম সীমান্তে,
আমিতো অনন্ত চলার আপথে নেমেছি
পথ খুঁজে পেতে,
আমিতো মহাযজ্ঞে চলেছি
অবোধ স্নায়ু যন্ত্রণাকে মন্ত্রণায় শান্ত করতে,
আমিতো পঞ্চইন্দ্রীয়কে সতেজ রাখি
ঘাতগুলোকে দুর্বল করে রাখতে।

হলদে পাখি, শুনছো?
এই নিঃসীম সীমান্তে চলা,
সহস্র পথ থাকতেও পথ খুঁজে ফেরা,
স্নায়ুতে চাপ ঠাহর না করা,
শক্ত ঘাতগুলোকে দুর্বল রাখার ইচ্ছা,
সকলই তো তোমার তরে।
প্রিয় হলদে পাখি!
একটি বলয়, শুধু তোমার জন্য,
তোমার কিসের অতো তাড়া?