চারদিকে আগুন ঝড়া হাওয়া
কোথাও নেই একটু পানি,
ফসলের বুক তৃষ্ণায় ভরা
চৌচির টুকরো টুকরো মাঠখানি।
গাছগুলো সব নুয়ে পড়েছে
পাখিরা আর কলরব করছে না,
নরকের আগুন জমিনে জ্বলছে
তবুও মানুষগুলো জীবন্ত, মরছে না।
প্রত্যেক জীব-জন্তু ডাকছে বিধাতাকে
তাদের নিজ নিজ ভাষায় আর অন্তরে।
তবুও…………………
তাহলে এটা কোন প্রায়শ্চিত্ব?
ভুলে যাওয়ার, নাকি-
জেনেও না জানার ভাণ করার।


   রচনাকালঃ ০৭ এপ্রিল, ১৯৯৯খ্রিঃ।


বিঃ দ্রঃ- “ভুলে যাওয়া” বলতে বিধাতাকে
ভুলে যাওয়া বুঝানো হয়েছে “জেনেও না
জানার ভান করা” বলতে বিধাতাকে
চিনেও তাঁর প্রাথর্না না করাকে বুঝানো হয়েছে।