-আমাকে কখনো বুঝতে চেয়েছো?
-আমি সাগর দেখতে চেয়েছি।
-দেখেছো?
-নাহ্! তুমি নদী দেখেছো?
-বেজান, শুকনো নদী কি সাগরকে পায়?
-বর্ষায় হয়তো পায়।
-কখন আসবে?
-কে?
-বর্ষা।
-তুমি আনলেই হয়!
-তাহলে আমাকে বুঝার চেষ্টা করো; আমি নাহয় এবার আকাশ হবো!