এরা নারী
এরা প্রকৃতির দান
আমাদের কর্তব্য
রক্ষা করা ওদের মান,
নয় শোষণ, নয় বঞ্চনা
নয় ধিক্কার, নয় লাঞ্ছনা
একটু প্রেম একটু বিশ্বাস
একটু তিতিক্ষা একটু ত্যাগ
তাহলেই ভরে যাবে সব রাগ-অনুরাগ।
এরা মায়ের জাতি
এরা মানবকুলের জন্মদাতা
ওদের গড়েছেন সুন্দর মন
আর জীবনের দর্পনরূপে বিধাতা।
তাই চলো, নিজেদের মতো করে লই ওদের
মন, মনসা আর মস্তিষ্কে মোদের।


       রচনাকালঃ ১৮ আগস্ট, ১৯৯৯ খ্রিঃ।