আমি নিঃশব্দ নীলিমায়
পারি জমাবো।
তুমি সাফল্য কাঠিতে
অগ্নি চুম্বন করবে,
পথে পথে স্মরণ করে নেবো
তোমার অব্যক্ত ভালোবাসার কথা,
তাই আমি মানবো না পশ্চাৎ গমনে,
তবু ফিরে আসার আশা রাখবো
শুধু তোমার ভালোবাসার তরে।
থাকবো না আমি
রইবো না আমি
কোথায় রাখবে এ ভালোবাসা জানি না,
তবু পশ্চাতে তুমি মানবে-
এ আমি চাই না।
কোন মেরুতে কোন মরুতে
তুমি সাজাবে আমায়
ওগো প্রিয়?
তুমি একবার বলে দাও,
কোন স্বপ্নে কোন নীলিমায়
তুমি মিলন ধ্বনি বাজাতে চাও?
তবু হে প্রিয়,
মনে রেখো-
ফিরবো আমি শুধু তোমার
অব্যক্ত ভালোবাসার তরে,
তবে সাফল্য লভিবার পরে।
তোমার ভালোবাসা অব্যক্ত থেকে যাক-
এ আমি চাই না,
আমার সাফল্য নিশ্চিত কিনা
তা তো আমি জানি না।
তাই ভাবতে হয়-
এ ভালোবাসা কি শুধু অব্যক্তই থাকবে
কোন রূপ দেবে না এঁর?
এ কেমন ভালোবাসা!