তখন আড়াই প্যাঁচে জীবনেও
প্রসারিত হয় কয়েকখণ্ড আকাশ,
তখন তৃষ্ণাতুর সাগরের মুখেও
সঞ্চারিত হয় দু'ফোঁটা জল,
তখন বুকের পুঁচকে সিন্দুক আবর্তেও
সঞ্চিত হয় সহস্রাধিক নদী,
যখন কোনো এক লেখক
অমরাবতী রচনা করতে চায় মর্ত্যে।