নিথর একচরণে দাঁড়িয়ে তুমি ওহে কদম্ব বৃক্ষ!
দেবে কি তুমিও মোর রাত জাগানিয়ার সাক্ষ্য?
বসত পাড়ে দাঁড়িয়ে তুমি সদা উঁকি দিয়ে শিথানে
তাকিয়ে অমন দেখো কি আমায় সারা নিশিতে?
কর্ণকোহরে তোমার চড়চড়ানি সারা নিশি অবিরাম,
রাত জাগানিয়ার স্মৃতিগুলোতে যেন মধুময় সারগাম।
বায়ুতে তোমার ভেজা পুষ্পের গন্ধ, আহা! সারা গৃহময়
রাত জাগানিয়ার সাক্ষী তুমি, বলো নিদ্রা কি চক্ষে সয়?
আমি জেগে রই অবিলীন অমলিন কোনো এক মায়াতে,
রাত জাগানিয়া বন্ধু! তুমি জাগো ডুবে কোন স্মৃতিতে?