জীবনের মাঝে শ্রেষ্ঠ সময় যৌবন হল ভাই,
অবহেলা আর অনায়াসে কাটিয়ে দিও না তাই।
যৌবন হল অগ্নির ফোঁড়, অগ্নির ফাঁদ, অগ্নির ফেরি,
যৌবনকে দিয়ে সৃষ্টি কর অগ্নির স্বাদ, অগ্নির সারি।


তবে যৌবনকে চিনতে হবে সময়ের বেড়ে,
নইলে থাকতে হবে শ্রেষ্ঠ সময় যৌবনকে ছেড়ে।
যৌবনে মানে না বারণ, মানে না শাসন,
যৌবন করে না ভয়, সহ্য করে না শোষণ।
যৌবন তাই শ্রেষ্ঠ সময়, অযথা করো নাকো ক্ষয়
অনায়াসে আর অবহেলায় এই অমূল্য সময়।
বেঁধে নাও যতো কাজ, সেজে নাও যতো সাজ,
ভুল করো না যেন তাড়াহুড়োয় ফেলিতে কোন ভাঁজ।


তোমার যৌবন, তুমি বুঝে নাও তাকে,
দিও না যেতে কিছু না দিয়ে তোমাকে।
থাক না যত বাধা, যত দুঃখ, যত কষ্ট,
সব কিছু জয় করে নিও যৌবনটাকে জীবনের শ্রেষ্ঠ।


          রচনাকালঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৯ খ্রিঃ।