আমি কবিতার আসরে এক কবির কবিতা ভালো লাগায় লিখেছিলাম আহা বেশ।আমি খুব সাধারন মানুষ।তবে উনি আমাকে বললেন আমি নাকি কবিতাটির কিছুই বুঝিনি।কবি কি বুঝে আমার বোঝা নিয়ে প্রশ্নটি তুললেন ঠিক বুঝলাম না।তার মানে উনি বা অন্য কেউ ভালো লাগলো মানে কি তিনি কিছু বোঝেন না।এটা কি কোনো পরীক্ষা নাকি যে কবিতা লিখলে তার নীচে একটি টিকা লিখতে হবে?লেখনী ভালো লাগলে বলা যাবে না?য়আমি নয় কিছু বুঝি না যারা বোঝেন যদি বলেন।