ঈশ্বরকে জিজ্ঞাসা করলাম, "হে ঈশ্বর, নারী কি ?"
ঈশ্বর বললেন, "প্রতি রাতে যাকে তুমি স্বপ্নে দেখলে খুশী হও, একান্তে পেলে তোমার কন্ঠস্বরে স্ফূর্তি জাগ্রত হয়, আসল নারী সে নয় ৷ বহতা পলিমাটির চর, হরবখত্ ক্ষয় এবং সঞ্চয় হতে হতে, কখন 'ব' দ্বীপ হয় তা জীবনে কখনো অনুভব করেছ কি !"


এই পর্যন্ত বলে, ঈশ্বর নত মস্তকে শীতের তীব্রতা গায়ে মাখতে লাগলেন ৷
ব্যস্ত হয়ে বললাম,  "হে প্রভু, এ যে প্রবল শৈত্য প্রবাহ ৷ আপনি গুহাভ্যন্তরে চলুন ৷"
ঈশ্বর অবাক চোখে বললেন, "নির্লিপ্ত স্বামীর অনাদর এবং সন্তানের অবহেলার চাইতেও কি এর তীব্রতা বেশী !"


খানিকটা আহত সুরেই জিজ্ঞাসা করলাম, "প্রভু, এবার তবে বলুন, নিরাপত্তা কি ?"
ঈশ্বর বললেন, "একবার নিরাবরণে 'ব' দ্বীপে শুয়ে দেখো ৷ পরিণত জলপ্রবাহের মাঝে নক্ষত্র খচিত একটিমাত্র রাত, নারী সংস্পর্শ যাপনে, তুমি অবশ্যই তা অনুভব করতে পারবে ৷"


ক্রমে, ঈশ্বরের হাত ধরে বরফের চূড়া থেকে অবরোহন করলাম ৷
তারপর, তিনি পথ দেখাতে লাগলেন ...
পৃথিবীর অক্ষরেখা বরাবর ... সহস্র, কোটি
..........কত অসংখ্য, অগুনতি পড়ে থাকা 'ব' দ্বীপেরা জেগে আছে !