আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব: ১৪ই অগাস্ট ২০২২


এই দিন 'তিস্তা থেকে ইছামতী' [১ম পর্ব] কবিতা সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ/প্রচ্ছদ উন্মোচন হওয়ার প্রস্তাব রয়েছে ।


'বাংলা-কবিতা'র আসরের সদস্য এবং সদস্য নন এমন চল্লিশজন যাঁদের লেখা কবিতা [প্রত্যেক কবির জন্যে দুটি করে পাতা রাখা হয়েছে] এই সংকলনটিতে মনোনীত হয়েছেন, তাঁদের নাম:


কবির হুমায়ুন
অনুপ মজুমদার
গোলাম রহমান
আভা সরকার
জয়িতা দত্ত
যাদব কুমার চৌধুরী
শ্রাবনী সিংহ
পারমিতা ব্যানার্জী
মায়িশা তাসনিম ইসলাম
সমীর প্রামাণিক
সুব্রত নন্দী
স্বপন বিশ্বাস
মৌটুসী মিত্র গুহ
মল্লিকা রায়
আরিফুল ইসলাম
মুহাম্মদ মনিরুজ্জামান
সোমদেব চট্টোপাধ্যায়
এবং
তৈমুর খান
লক্ষ্মীকান্ত মন্ডল
শঙ্খশুভ্র পাত্র
মঞ্জির বাগ
তুষারকান্তি রায়
মালবিকা বন্দ্যোপাধ্যায়
মলয় পাহাড়ি
ইন্দিরা মুখোপাধ্যায়
প্রভাতরঞ্জন ভট্টাচাৰ্য
বিমল মন্ডল
শুভঙ্কর দাস
অঞ্জন দাস
মোনালিসা ভৌমিক
জয়তী চক্রবর্তী দাসগুপ্ত
দেবাশীষ মিশ্র
দীপক রক্ষিত
কিশোর নাগ
সুদীপ্তা মাইতি
সঞ্চিতা বসু
ভাস্কর চট্টোপাধ্যায় (রবিকাশ্যপ)
মিতুল বসু রায়
মৃনালকান্তি
সুভান (শুভঙ্কর দাস)


কবিতা সংকলনটি প্রকাশনার জন্যে কোনো কবির কাছ থেকেই কোনো আর্থিক অনুদান নেওয়া হচ্ছে না । নূন্যতম বিনিময় মূল্য রাখা হয়েছে [ভারতীয় মুদ্রায়] ১১০.০০ টাকা মাত্র।ডাক শুল্ক অতিরিক্ত।


যাঁরা আগামী ১৪ই অগাস্ট ২০২২ তারিখে দীঘায় বাংলা-কবিতা'র আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসবে অংশগ্রহণ করবেন তাঁরা বা তাঁদের মারফত অন্যান্য যে সকল সদস্য সংকলনটি সংগ্রহ করতে আগ্রহী, অনুগ্রহ করে আগাম জানাবেন।


হোয়াটস্যাপ করতে পারেন ৯১ ৯৮০০০৫৮২৫৫
অথবা ইমেল: somdevchattopadhyay@refiffmail.com