(১)রৌদ্রপ্রাণ :
তুমি গাছ তুমি গান, তুমি হিমের চমৎকৃত প্রাণ
বেলাশেষে গানের সাথে তুমি এখন রৌদ্র স্নান


(২)কোলাহল :
সংসদে কেউ নেই তো এখন, সবাই গেছে বাড়ি
আমোদিত হই থাকুক বরং বাতিল ফুলের গাড়ি


(৩)দূরেপ্রেম :
বন্ধু নও প্রেমিকা নও, নিছক একমাত্রিক কবি
ক্লান্তি এবং ঘুমে, তবে কোন অশ্বমেধের ছবি ?


(৪)প্রদূষণ :
দৃশ্য দূষণ, বায়ুরও দূষণ, রাতে যুধিষ্ঠিরের কাশি
কৃষ্ণ এখন যাত্রাপালায় একাই বসে বাজান বাঁশি !


(৫)বিবেকানন্দ :
তুমি অনন্ত তুমিই শেষ, তোমায় আনন্দিত জীব
বিবেক তুমি ছিলে বলে ধরায় নামেন ব্যস্ত শিব !