দেশের মাটিতে বিমানের চাকা স্পর্শ করতে
একটি আপৎকালীন বার্তা ...
কর্তৃপক্ষ পান, ভোজন এবং নিশি যাপনের ব্যবস্থা রেখেছেন
দেশ জুড়ে জরুরী অবস্থা এবং আকস্মিক সেনার অবতরণ ...


সন্ত্রাসের বাহাত্তর ঘন্টা পর জানলাম
কাজ পাগলা আমার প্রিয় নিকোলাস
জাতির গর্ব টুইন টাওয়ারের সাথে নিশ্চিহ্ণ হয়ে, হারিয়ে গিয়েছে চিরকালের মত


বিপর্যয়ের পর, ভঙ্গুর ভীত সন্ত্রস্ত হাতে
চিঠির বাক্স খুলে দেখি একদিন
বন্ধ নীল খাম এসে পড়ে আছে একখানি
২০০১/০৯/১১ তারিখে শীলমোহর
তার পাশে মুক্তো ঝরানো লেখা ...
" আমার প্রিয় এমিলি, তোমায় প্রাণভরা
  ভালবাসা "



( কোনো সন্ত্রাস পৃথিবীর বুক থেকে প্রেম ভালবাসা নিশ্চিহ্ণ করে দেওয়ার ক্ষমতা রাখেনা বলেই আমার দৃঢ় বিশ্বাস ৷ সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার বার্তা তুলে ধরার জন্য তাই এই চরিত্র দুটির সৃষ্টি করেছি )