অকাল বৃষ্টির সাথে এক পাত্র অস্থির সময়
অশরীরীর চাইতে বহুগুণে হিংস্র শরীর  
বরং প্যারাশুটে কিম্বা বেলুনে চেপে যাও
হায়েনারা শহরে ... আজকাল জঙ্গলে নয়


মরশুমী শীতের রাত, চৌকাঠে ঘুরে ফিরে
শুনেছি মধুচন্দ্রিমা নির্জনেই ভাল হয়
অথচ যাওয়ার যায়গা নেই মনোরমা
উন্মুক্ত অভয়ারণ্য, গোটা শহরটাকে ঘিরে


মা হলেও নিস্তার নেই শিশু হলেও না
রাস্তায় ট্রেনে বাসে, স্কুল বা অফিসে
বিপর্যস্ত বিভ্রান্ত স্বাভাবিক সহবাস
খবরে ধর্ষকাম ... ছুঁয়ে দেখার বাহানা !