"শাঁখ বাজা,
উলু দে।"
দুধে আলতায় লক্ষী পায়ের ছাপ;
পিপাসু অপেক্ষার শরশয্যায়
কুমারীত্ব বিদীর্ণ হবে, দ্বিতীয়বার
রক্তিম প্রামাণ্য অনুসন্ধান
অতীত সাক্ষ্য দেয় গোপনে,
পৈশাচিক চিৎকার
পাশবিক নিদ্রা ভঙ্গ করেনি তখনও
সেবারও রক্ত শুষেছিল
নিঃশেষে,
ঠুন্ִকো ঘুমের ভান করে
চারপাশ, সুযোগ সাজিয়ে রাখে
আজ, পুনর্র্মিলন উৎসবে
সানাইয়ের কান্না ভেসে আসে
দূর থেকে, দুমড়ে মুচড়ে ওঠে
পুনরাবৃত্তির কালচক্রে।