দুমড়ে মুচড়ে পড়লে সম্পর্ক শুশ্রূষা হয়ে পরে দরকার।
প্রয়োজনের দিকে তাকিয়ে গড়ে তুলতে হয় সমন্বয়।
ভিড়ের মাঝে হাজারো বিকট শব্দ ভেসে আসলেও চলতেই হয় পা মিলিয়ে,
দঙ্গলে মুখ যখন হয়ে যায় বিলীন অস্তিত্ব হারিয়ে,
অপমানের জরায়ু থেকে জন্ম হয় মৃত ব্যক্তির,
কুৎসিত বাজারি দুর্গন্ধে যাপিত হয় নিয়মানুবর্তি জীবন....।