জীবন বহুদিন আগেই ভাসাতে চেয়েছিলাম প্রতিকূলে,
পারিনি মানুষ নিন্দা করে বলে।।


একরাশ হতাশা ছিল,
জীবনের গলিতে গলিতে শুয়ে আছে ব্যর্থতা,
আর আছে একঘড়ি ব্যস্ততা,
প্রতিদিনের একগুঁয়ে ছুটে চলা,
এসবের মাঝেই ছিলে তুমি অনেকখানি,


তোমার শূন্য সময়ে সোসাল নেটওয়ার্ক,
আমি আছিতো কিছুটা সেখানে?


বোঝাপড়া হার মানে মরুভূমির নির্জল নিষ্প্রাণতার কাছে,
প্রত্যাখ্যাত শুষ্ক বালু প্রার্থনা করে একবিন্দু জল,
আমি উট নই যে বেঁচে যাবো,
দুর্বল ভালোবাসা তবুও শীতলতা খোঁজে বারবার,
সতর্ক করে ---- মরুভূমি তুমি অজেয় নও,
সেখানেও ধুলিঝড় ওড়ে; শুষ্ক বালুঝড়।।