::::: ঘুম::::


ঘুমের ভেতরে জমানো শরীরে
একটা নিবিড় ক্লান্তি,
ছুটে চলা পরিচিত দিনলিপি—
একটি মাস আর
— একটি বছর
রাত আর দিন কুড়িয়ে শেষ হয়ে যায়।


ঘাস জন্মায়
.....
.....
আবার ঘাস জন্মায়,



গন্তব্যহীন সুর;
নিয়মিত বেজে যাওয়া বিজন বাদ্য,
কেও শোনেনা;
অনেক সুর প্রান্তরে মিলিয়ে যায়,
.....
অনেক সুর মিলিয়ে গেলো



রুটি আর বেগুন পোড়ার মত
অতি সাধারণ স্বাদের খোঁজ
আর কেও রাখেনা !


একদিন বনভোজনে পাওয়া কমলালেবুর সুন্দর সুস্বাদু স্বাদ
নির্দ্বিধায় এড়িয়ে  চলার নিয়ম রপ্ত করেছি এখন।


ঘুমের মধ্যে আরো ঘুম জমিয়ে।