শরীরের রক্ত নীল করে পরাধীনতা জাপটে ধরে পায়,
সময় বিপন্ন হয়,
ঘড়ি উল্টো দিকে ঘোরে।
সংগ্রাম কেরে নেয় উত্তপ্ত রক্তের কলিজা,
রক্ত - ফোয়ারা পথ ভিজিয়ে দেয়।


স্বাধীনতা ---- লালসা, অর্থ কিংবা ঐশ্বর্য নয়!
গুপ্ত চেতনা, সংগ্রামী রক্তের সেই কণা
যা মহা মৃত্যুর দিকে ধাবিত করে,,,
তাই স্বাধীনতা ফিরে আসে
রক্ত মাখা হাতে -- ক্ষণিকের জন্য।


স্বাধীনতার "তম" দীর্ঘ হয়, মুক্তি চাপা পরে,
শৃঙ্খল ধরা দেয় নতুন রূপে।
সোচ্চার হাত আকাশে ইশারা করে --
স্বাধীনতা স্বাধীনতা,
তবে কোন স্বাধীনতা আজ মেখেছো গায়?
ঠুনকো রেখা বারবার বদলে যায়,
নতুন করে সীমানা পত্তন হয়
"নতুন স্বাধীনতা"।


তারপর আবার একটি নতুন সীমানা
"নতুন স্বাধীনতা"
তারপর আবার একটা
"নতুন স্বাধীনতা"
তারপর আবার।।


স্বাধীনতা বারবার ব্যর্থ ঘেরা-খোপে গড়াগড়ি করে।।
ধুলোয় লুটোপুটি খায়,
ওকে মুক্তি দাও,
মুক্তি।।


আফ্রিকার না খেতে পাওয়া মানুষ আমার পরাধীনতা,
সীমানা আমায় মুক্তি দাও;ওদের পাশে দারাবো।
ওর ধর্ম ভিন্ন তাই এই সীমানা; মুক্তি দাও!
আমি ওদের কাছে যাব।
ওর ভাষা অন্য তাই এই সীমানা? মুক্তি দাও!
আমি তার সাথে কথা কব।


সীমানা তুমি রাষ্ট্র যন্ত্রের চক্রান্ত।
সীমানা স্বাধীনতা নয়,
স্বাধীনতা জাতীয়তা নয়,
স্বাধীনতা মনুষ্যত্ব,


গোল পৃথিবীর গোলমেলে
সীমানা-ধাঁধা নিপাত যাক।
আমি সবার ভাই!
সীমানা নেই যদি তবে
কোন শত্রুও নাই।।
আমি সবার ভাই