বয়েসটা তো সংখ্যা শুধু, কি বা এসে যায়,
কিন্তু যেটা বাড়ছে সাথে, সেটা রাখি কোথায়?
রাতগুলো বেড়ে গিয়ে, চিন্তার মাঝে জট পাকায়,
চিন্তা গুলো স্মৃতির পটে এলোমেলো রং লাগায়।
স্মৃতি কোথাও আটকে থাকে, মাঝে মাঝেই টানতে হয়,
টানতে গিয়ে উল্টো দিকের, ধুসর অতীত ডাক পাঠায়,
অতীত মাঝে হারিয়ে আছে, কোথাও যেন আমি টা,
ফিরে কি পাব, না ছেড়েই যাব, আমার খানিক আমি যা,
খানিক হাসি আছেই পড়ে, কে কুড়োতে যাবে আর,
যে হাসি টা মুখে লেগে, খুঁজে বেড়ায় পুরোটা তার,
অন্ধকারে বৃষ্টি যখন, মন খারাপের গান শোনায়,
সাহস করে, চুপিচুপি, আমাকে আমি দেখতে যাই।
বড় অল্প সময়, ফিরতে তাড়া, খানিক ভুলে ছুঁতে  চাই,
বলি - যাস না কেন আমার সাথে, থাকবি পড়ে কতদিন?
ফিরতে হবে, বাড়ছে সময়, তুই আমার সাথে যাবি কি?
যদি না যেতে চাস, তবে থাক, আমিও একটু পাশে বসি,
অল্প সময়, উপায় তো নেই, দাঁড়া, এক দন্ড বেঁচে নি  ।