বসেছিলাম চায়ের দোকানে সন্ধ্যাবেলা
অফিস ফেরত লোকজন ছিল আরোও,
দিন মজুর থেকে মাস মজুরের দল
সবাই চারপাশে ভীড় জমায়, ছিল কোলাহল,
কেউবা পাশের দোকানে পতাকা দর করে
কেউ অনুষ্ঠানের মিষ্টি থলেতে ভরে  ,
একটা কুকুরও ছিল খাবার খেতে ব্যস্ত
ছিল তার জায়গা আগলে দোকানের পাশে,
চেষ্টা করছিল একটা ছোট বাচ্চা কুকুর ত্রস্ত,
ঘুরে ঘুরে আসছিল তাই, খাবারের আশে,
ধেয়ে গেল বড়ো কুকুর চিৎকার করে তার দিকে
যেমন মহাবীর কোন বধ করে দুর্বলকে,
ছোট কুকুর সেখান থেকে দৌড়ে গেল চলে
দূরে থেকে সুরক্ষিত হতে প্রাণ ভয়ে,
বড়ো কুকুর, নিশ্চিত করে দাপটের মান,
ধারালো দাঁত বের করে উদযাপন করে সম্মান,
এমন সময় উপস্থিত হয়, এক বিশালাকার ষন্ড
চুপচাপ খাদ্যের দিকে এগিয়ে যেতে চায়,
সরে সরে যায় সকলে, পাছে হয় লন্ডভন্ড,
বড়ো কুকুরের মাথা ঝুঁকে যায় কুঁকড়ে
লেজ নেড়ে মিহি সুরে আওয়াজ করে যায়,
ষাঁড় মাথা নেড়ে শিং দুটি কুকুরের দিকে ধায়,
দৌড়ে কুকুর সেই স্থান ছেড়ে করে পলায়ন,
দুর্বলের প্রতি এভাবেই চলে সবলের শাসন।