নতুন পৃথিবীতে ঝুঁকতে হয় সর্বদা
ঝুঁকে যাক ছোটোরা, চায় ঝুঁকে থাকা বড়ো
ঝুঁকে থেকে মেরুদণ্ড বেঁকে যায় সদা
পারেনা দেখতে আকাশটা বড়ো আরও,
নিচ পানে চেয়ে থাকে তৃষ্ণার্ত মানুষ
বৃষ্টি ঝরতে থাকে, শুষ্ক কন্ঠ ভেজে না
মানের তরে লড়ে যায় নিস্পৃহ হুঁশ
সুন্দর কে খোঁজে, তারাদের দেখে না,
সভ্যতার বিকাশ অতি তীব্র আজ
সভ্য অসভ্যের মাঝে হারায় তফাৎ
ছিনিয়ে নেয় হিংস্র দানবের তাজ
শ্বাপদের কাছে হেরে যায় মানুষের জাত,
পরাভূত স্বজনের ক্রন্দন বিজয়ের প্রতীক
সহজাত বিপন্নতা বাড়ে রাত্রির গভীরে
চাঁদের আলো পড়ে আবছায়া চারিদিক
গোপন মুখোশ ভেসে ওঠে নদী তীরে,
হেরে যেতে হয় বারবার বাঁচার তরে
মরে গিয়ে প্রাণ বাঁচিয়ে রাখে দেহের ছাঁচ
রক্তাক্ত মুখ ফিরে যায়, লুকায় ঘরে
মারতে মারতে নিজের প্রজাতি বদলে যায় ধাঁচ,
মার খেতে খেতে জাগে একদিন রুগ্ন শরীরে বল
শিরদাঁড়া সোজা করে চায় সেদিন কৈফিয়ত
সাবধান হও অবিলম্বে, যতো সরিসৃপের দল
চাবুক হবে টুকরো, ভেঙে যাবে শাসকের রথ।