মহারাজা বসেছেন সিংহাসনে সভা মাঝে
বন্দী কে দড়ি বেঁধে টানতে টানতে আনা হলো,
মহারাজ জানতে চাইলেন অপরাধ তার
মন্ত্রী দের মাঝে একজন কুর্নিশ করে দাঁড়ালো,
জানালো সে বিস্তারিত, ঘটনার দিলো বিবরণ
কবি বলে পরিচিত অপরাধী, সুনাম লেখনীতে,
মহারাজ গতকাল ডেকেছিলেন তাকে,
রাজসভায় কবি শ্রেষ্ঠ সম্মানে ভুষিতে,
তার এতো দম্ভ আর অহংকার, দেয় নি সে সাড়া
আসেনি সে মহারাজের সামনে রাজসভায়,
তাই দড়ি বেঁধে নিয়ে আসা হলো এইরূপ
শাস্তি দিন মহারাজ, যাতে এর চৈতন্য হয়,
এতদূর বলে থামলেন মন্ত্রী, করলেন নমস্কার,
মহারাজ রেগে গিয়ে মুখ লাল, কাঁপে সভাসদ
- চাবুক মারো একশো বার এই নরাধম কে
কেড়ে নাও সন্তানের শিক্ষা, চিকিৎসা করো রদ,
পরিবার কে দাও যথাসম্ভব শাস্তি
সম্মান না নেওয়া অসম্মানের ক্ষমা হয়না ;
হাত বাঁধা কবি বলে - এ কেমন বিচার মহারাজ
দোষ করেছি যদি আমি, আমারি শাস্তি পাওনা
চাবুক মারা হোক সহস্র বার, নাই কোন আপত্তি
সম্মান না নিলে যে অপরাধ, পরিবার তাতে নির্দোষ ;
মহারাজ বলেন- ওরে মুর্খ, একেই বলে রাজতন্ত্র
যুক্তির হেথা কোন ঠাঁই নাই, আছে শুধু রাজার নির্ঘোষ।