সমুদ্রে ঝড় ওঠে যেখানে,
মাঝির মন চায় যেতে সেদিকে,
বুকের বাঁদিকে ব্যথা হয় জেনেও,
বারবার স্মৃতির কড়া নাড়ে সে হাত এসে।
অফুরান সময় আজ, বিলিয়ে দেওয়া অজুহাত,
পাহাড়ের পথকে ভেবে নদীর মন খারাপ,
মৃত হরিণের শরীর ভালোবাসে শিকারীর তির,
তপ্ত মাটি, কখনো করে শীতল বৃষ্টির খোঁজ।
অনাবৃত মলিন অনুভূতি, জেগে ওঠে দুঃস্বপ্নে,
স্থির দৃষ্টি তে পরিনতি কে করে অনুধাবন,
কৈশোরের উদ্যম ভেঙে পড়ে শৈশবের সারল্যে,
বৃদ্ধ চোখের তাই নিদ্রাহীন রজনী যাপন।
ঝড় এসে গাছের ডালে নাড়া দেয়,
লাখো লাখো জোনাকি উড়ে যায়,
নিশ্চিন্ত অজ্ঞাতবাস থেকে বেরিয়ে আসে,
প্রকৃতির নিয়মে ভেসে যায় প্রকৃতির সুন্দর।
নব মুকুলের আগমনে, নবরূপে বনস্পতি,
নব বর্ষায় মরা গাঙের রূপ ফেরে,
নব নব মানবের সমাগম ঘটে চলে ক্রমে,
অন্তরের শুষ্কতা, তবু রয়ে যায় সবার অলক্ষ্যে।
অস্ফুট বেদনার আর্তি, কেটে যায় ধোঁয়াশা,
চেপে ধরে সারা শরীরের জমানো অতীত,
মরনের তীরে এসে, ঘিরে আসে জীবনের ক্লান্তি,
অমলিন অভিমান মশালের মতো জ্বলে থাকে।