ভেবেছিলাম স্বপ্নরা কিলবিল করবে সামনের পুকুরে।

ঘুমিয়ে থাকা নরম ছায়ায়
এলিয়ে দেবো লন্ডনের ঘড়িটাকে।
ডুব সাঁতার দিয়ে উঠব তিস্তায়।

ব্যালকনির পুরোনো গন্ধে
কেন জানি না
জলপাইগুড়ির গন্ধ পাচ্ছি।

এ বয়সে কতটা বিচার করব প্রকৃতিকে!
মানুষকে বিচার করা অনেক কাল আগেই ছেড়ে দিয়েছি।